নদীতে ভাসতে ভাসতে নির্মল হাওয়ায় বেড়ানোর মজাই আলাদা। আর গরমে নৌভ্রমণতো সবারই পছন্দের। এই গরমে এখন যে কেউ সহজেই ঘুরে বেড়াতে পারেন ঢাকার পাশের শীতলক্ষ্যার বুকে। সঙ্গে সঙ্গে দেখে নিতে পারেন মুড়াপারা জমিদার বাড়ি, নওয়াপাড়া জামদানি পল্লীসহ শীতলক্ষ্যার দুই পাড়ের আরো অনেক কিছু।
গরমের কথা মাথায় রেখেই বেঙ্গল ট্যুরস শীতলক্ষ্যায় আয়োজন করছে একদিনের নৌবিহারের। তাদের নিজস্ব ভ্রমণতরী এমভি ডিঙ্গিতে চড়ে একদিনের এ ভ্রমণে শীতলক্ষ্যার বুকে বসে শরীরটা ভিজিয়ে নিতে পারেন নির্মল বাতাসে।
এ ভ্রমণের শুরুটা হবে বেঙ্গলের বনানী অফিস থেকে। সেখান থেকে তাপ নিয়ন্ত্রিত বাসে সকালবেলা আপনাকে নিয়ে যাবে সরাসরি ডেমরা ঘাটে, এমভি ডিঙ্গিতে। লঞ্চে ওঠার পরে হালকা নাশতার পর্বটা সেরে লঞ্চ ছেড়ে দিবে। সেখান থেকে লঞ্চে চলতে চলতে দেখে নিতে পারেন শীতলক্ষ্যার ব্যস্ত দুই পাড়। শিল্প-কারখানায় ঠাসা-এর দুই পাড়ের কোথাও কোথাও এখনো দেখা মেলে চোখ জুড়ানো সৌন্দর্যের। প্রায় এক থেকে দেড় ঘণ্টা পরে লঞ্চ এসে নোঙ্গর করবে মুড়াপাড়া। এখানে আছে পুরোনো এক প্রাসাদ ‘মুড়াপাড়া জমিদার বাড়ি’। বর্তমানে এ বাড়িতে চলছে মুড়াপাড়া ডিগ্রি কলেজের কার্যক্রম। জমিদার বাড়ির সামনেই রয়েছে বিশাল আকৃতির পুকুর। প্রাচীন এ প্রাসাদটি বেশ আকর্ষণীয়। প্রায় ৯৫টি কক্ষ সম্বলিত এ প্রাসাদ অতিথিশালা, নাচঘর, পূজা মণ্ডপ, কাছারিঘর, আস্তাবলসহ আরো বিভিন্ন অংশে বিস্তৃত। জানা যায়, জমিদার রামরতন ব্যানার্জি এর নির্মাণ শুরু করেছিলেন ১৮৮৯ সালে। ১৮৯৯ সালে তার ছেলে বিজয় চন্দ এর নির্মাণ কাজ শেষ করেন। পুরোনো এ জমিদার বাড়িটি দেখিয়ে আবারও লঞ্চ ছাড়বে নওয়াপাড়ার উদ্দেশে। এরই মাঝে দুপুরের খাবার পর্বটা সেরে ফেলা হবে। দুপুরের খাবার শেষ করতে করতে ডিঙ্গি এসে নোঙ্গর করবে নওয়াপাড়ায়। এখানে আছে দেশের অন্যতম বড় জামদানি পল্লী। এখানে সবাই নেমে পড়বেন জামদানি পল্লী ঘুরে দেখতে। এখানে সচক্ষে দেখা মিলবে জামদানি তৈরির নানান কৌশল। কিভাবে নিপুণ শৈলীতে জামাদানি শিল্পীরা হাতচালিত তাঁতে জামদানি তৈরি করেন, দু-দণ্ড দাঁড়িয়ে দেখে নিতে পারেন। ইচ্ছে হলে প্রিয়জনের জন্য কিনেও নিতে পারেন তুলনামূলক কম দামে। নওয়াপাড়া জামাদানি পল্লী ঘুরে আবারো লঞ্চে। সেখান ফিরে এসে লঞ্চ ছেড়ে দিবে ডেমরা ঘাটের উদ্দেশে। সেখানে ফিরে বিকেল চারটা-পাঁচটা নাগাদ বাস ছাড়বে ঢাকার উদ্দেশে।
খরচপাতি
এক দিন এ ভ্রমণে জনপ্রতি লাগবে ২ হাজার ৫০০ টাকা। কমপক্ষে ত্রিশজন পূর্ণ হলে তারা এ প্যাকেজের আয়োজন করে থাকেন। ভ্রমণমূল্যে অন্তর্ভুক্ত থাকবে এসি বাসে ডেমরা ঘাটে যাওয়া-আসা, ভ্রমণকালীন সময়ে খাবার ও স্ন্যাকস, সাইট সিয়িং ইত্যাদি। যোগাযোগ :দি বেঙ্গল ট্যুরস লিমিটেড, যোগাযোগ :বাড়ি-৪৫, রোড-২৭, ব্লক-এ, বনানী, ঢাকা। ফোন :৮৮৫৭৪২৪, ৮৮৩৪৭১৬।
লেখক: লেখা ও আলোকচিত্র মুস্তাফিজ মামুন
No comments:
Post a Comment