বৈশাখী মেলা বাংলাদেশের পুরোনো ঐতিহ্যের একটি। দিনে দিনে হারিয়ে যেতে বসা এ বৈশাখী মেলাকে নতুন রূপে তুলে ধরতে চেষ্টা করছে বাংলাদেশ ট্যুরিজম এক্সপানসান ফোরাম (বিটিইএফ)। গত তিন বছর ধরে দেশের বিভিন্ন স্থানে আয়োজন করে আসছে বর্ণিল বৈশাখী উত্সবের। এবারে তাদের আয়োজনটি বসবে ফরিদপুরের কানাইপুরে। এটি বিটিইএফ-এর চতুর্থ আয়োজন, স্থান শহীদ দীনেশ সিকদার বিদ্যাপীঠ, শিকদার বাড়ি, কানাইপুর, ফরিদপুর। বিটিইএফ-এর সঙ্গে এ উত্সবের
সহ-আয়োজক ফরিদপুর সদর উপজেলার কুমার নদের তীরের কানাইপুর গ্রামবাসী। এবারের উত্সবের স্লোগান ‘এসো উড়াই বৈশাখের ফানুস’।
বাংলা বর্ষ বরণ উত্সবে এবার থাকছে নানান আয়োজন। স্থানীয় লোকশিল্পীদের পরিবেশনায় পরিবেশিত হবে দুই দিনব্যাপী ফরিদপুর অঞ্চলের ঐতিহ্যবাহী কবিগান, বিচারগান, অষ্টকগান, ভাসান-যাত্রা, লাঠিখেলা, পুঁথিপাঠের আসর।
এ ছাড়াও থাকবে বৈশাখী শোভাযাত্রা, ফানুশ উড়ানো, শিশু-কিশোরদের খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজিটাল বায়োস্কোপ, স্লাইডশো, ভিডিও শো, আলোকচিত্র ও কুটিরশিল্প প্রদর্শনী। এ ছাড়াও থাকছে ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা।
এ ছাড়া কানাইপুরে আছে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মৃতিবিজড়িত প্রাচীন এক জমিদার বাড়ি। নতুন বছরের প্রথম দিনটিকে স্বাগত জানানো হবে ঢাকের তালে তালে। কানাইপুর গ্রামে ঘুরে বেড়াবে মঙ্গল শোভাযাত্রা। যেতে চাইলে অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হবে ৭ এপ্রিলের মধ্যে। বাংলা বর্ষ বরণের এ আয়োজনটি বসবে ৩০ চৈত্র (১৩ এপ্রিল) ও ১ বৈশাখ (১৪ এপ্রিল), এ দুই দিন।
অন্তর্ভুক্তির জন্য যোগাযোগ :বাংলাদেশ ট্যুরিজম এক্সপানসান ফোরাম (বিটিইএফ)। ০১৭১৩৪৫৭০৩০, ০১৮১৯২৯১০৩৪। অথবা ভ্রমণসঙ্গী, বেজমেন্ট ৬১, কনকর্ড এম্পোরিয়াম, ২৫৩, ৩৫৪ এলিফেন্ট রোড, কাঁটাবন, ঢাকা। ৯৬৬৭৯৫৯, ০১৭৩০০৭৬১২২।
লেখক: মুস্তাফিজ মামুন
ছবি বিটিইএফ
No comments:
Post a Comment