সারি সারি ঝাউবন, বালুর নরম বিছানা, সামনে বিশাল সমুদ্র—কক্সবাজার বিকেলে সমুদ্রতীরে বেড়াতে কার না মন চাইবে। নীল জলরাশি আর শো শো গর্জনের মনোমুগ্ধকর সমুদ্রসৈকতের নাম কক্সবাজার। অপরূপ সুন্দর বিশ্বের বৃহত্তম এই সমুদ্রসৈকতে যারা সপরিবারে বেড়াতে চান তাদের জন্যই এই আয়োজন। যারা ঢাকা থেকে সরাসরি কক্সবাজার যেতে চান তারা ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার অথবা সরাসরি বাসে কক্সবাজারে যেতে পারেন। ঢাকার ফকিরাপুল, আরামবাগ, মতিঝিলসহ বেশ কয়েকটি স্থানে থেকে সরাসরি কক্সবাজারের উদ্দেশে বাস ছেড়ে যায়। এসি ও নন-এসি, ডিলাক্স ও সাধারণ এসব সরাসরি বাস পরিবহনের ভাড়া পড়বে ৩৯০-৭৩০ টাকা পর্যন্ত। সোহাগ, গ্রীন লাইন ছাড়াও ঈগল ও অন্যান্য পরিবহনের বাস চলাচল করে। সেগুলোর যোগাযোগের ঠিকানা নিচে দেওয়া হলো।
গ্রীণ লাইন পরিবহন
৯/২ সার্কুলার রোড, মোহনবাগ, রাজারবাগ, ঢাকা- ১২১৭
ফোন :৮৩৩১৩০২-৪, ৮৩৫৩০০৪-৫, ৯৩৩৯৬২৩, ৯৩৪২৫৮০
সোহাগ পরিবহন
১১৪, মালিবাগ ডিআইটি রোড, ঢাকা। ফোন :৯৩৪৪৪৭৭, ০১৭১১৬১২৪৩৩।
ঈগল পরিবহন
গাবতলি বাস টার্মিনাল, ঢাকা।
ফোন :০৪৪-৯৪৪১৩৬৭-৩, ৯৪৪১৩৬৭-৪, ৯৪৪৩৬৮৪
শ্যামলী পরিবহন
বিআরটিসি কমলাপুর বাস টার্মিনাল ঢাকা।
ফোন :৯৩৩৩৮০৩, ৮১২৪৮৮১, ৯১২৪১৩৯
এস এ পরিবহন
১, শান্তিনগর ঢাকা।
ফোন :৯৩৫৮৩৭০, ফোন :০১৫৫২৪৮৯৭১১
সৌদিয়া এস আলম
মতিঝিল সার্কুলার রোড, আরামবাগ, ঢাকা।
ফোন :০১১৯৭০১৫৬৩৬-৩৮
হানিফ পরিবহন
বিজয়নগর, ঢাকা।
ফোন :৯৩৪৪৫৮৬
No comments:
Post a Comment